Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরিফুল রাজের সঙ্গে সিনেমায় অভিষেক হচ্ছে তিশার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৫৬

শোনা গিয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড়পর্দায় অভিষেক হচ্ছে তিশার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অবশেষে তার অভিষেক হতে যাচ্ছে শরিফুল রাজের সঙ্গে।

ইতোমধ্যে সিনেমাটির জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন অভিনেত্রী। জানা গেছে, এখনও চুক্তিপত্রে সই না করলেও নির্মাতাদের সঙ্গে কথা পাকা। দ্রুত চুক্তিসই ও টিজারের শুটিংয়ের জন্য ঘর থেকে বের হতে হবে তাকে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার।

বিজ্ঞাপন

আগেও সঞ্জয়ের সঙ্গে কাজ করেছেন তিশা। নির্মাতা সঞ্জয় ও অভিনেত্রী তিশার বোঝাপড়া চমৎকার। এই একটি দিক থেকে কিছুটা ঝুঁকিমুক্ত অভিনেত্রী। বাকিটা নির্ভর করছে গল্পের ওপর। জানা গেছে, সিনেমার গল্পও লিখেছেন সঞ্জয় সমাদ্দার, সঙ্গে ছিলেন নাজিব উদ দৌলা। যে কোনো সময় সিনেমার ঘোষণা দেবেন তারা। ফেব্রুয়ারি মাসে শুরু হবে শুটিং।

নতুন এ সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘এখনও কোনো চুক্তি হয়নি। প্রযোজক দেশের বাইরে। তিনি দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো।’ সিনেমার নাম জানতে চাইলে সঞ্জয় বলেন, ‘এখনো নাম ঠিক হয়নি।’

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে তিশা-রাজের সঙ্গে চুক্তি হয়ে গেছে। শুটিংয়ের আগেই সিনেমার নাম ঘোষণার মাধ্যমে টিজার প্রকাশ করা হবে। প্রস্তুতি প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে অবশ্য সাড়া দেননি হবু ঢালিউড নায়িকা তানজিন তিশা।

সারাবাংলা/এজেডএস

তানজিন তিশা শরিফুল রাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর