Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকার থিম সংয়ে শাকিবের সঙ্গে এক ডজন তারকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪

শাকিব খান

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ বিপিএলের সঙ্গে আছেন ঢালিউড তারকা শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি। মূলত রিমার্ক হারল্যানের পরিচালক হিসেবে রয়েছেন শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা। আগেই ঘোষণা হয়েছিল যে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। গানটির শুটিংয়ে তারই প্রমাণ মিলল। শুটিংয়ের পরও ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানালেন গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকারও বেশি।

বিজ্ঞাপন

গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।

গানটির শুটিংয়ে অংশ নেয়া সিয়াম আহমেদ বলেন, ‘আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।’

অভিনেত্রী স্পর্শিয়ার ভাষ্য, ‘গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে।’

জানা যায়, সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে বলে জানিয়েছেন টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন।

তিনি বললেন, ‘রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।’

সারাবাংলা/এজেডএস

ঢাকা ক্যাপিটালস থিম সং শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর