Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন পর্দার জুলিয়েট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮

অলিভিয়া হাসি

ফ্রাঙ্কো জেফিরেলি পরিচালিত ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবির তারকা অলিভিয়া হাসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। অলিভিয়া ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবিতে জুলিয়েট চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছিলেন। গত শুক্রবার নিজ বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যেই মারা গেছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রাম পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

সেই পোস্টে বলা হয়েছে, ‘অলিভিয়া ছিলেন একজন অসাধারণ মানুষ। তার আন্তরিকতা, জ্ঞান এবং দয়ালু স্বভাব সবাইকে ছুঁয়ে গেছে আমৃত্যু।’

বিজ্ঞাপন

এ ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে জানানো হয় অলিভিয়া হাসির মৃত্যুর খবর

অলিভিয়া হাসির জন্ম ১৯৫১ সালের ১৭ এপ্রিল আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। তার বাবা ছিলেন আর্জেন্টিনীয় অপেরা গায়িকা ও মা ইংল্যান্ডের আইন সচিব। ৭ বছর বয়সে তিনি এবং তার পরিবার লন্ডনে চলে আসেন। তিনি ইতালিয়ার কন্টি অ্যাকাডেমি থেকে অভিনয়ের শিক্ষা নেন।

অলিভিয়া হাসি অভিনয় করেছিলেন মাদার তেরাসার চরিত্রে

১৯৭৭ সালে ‘জিজাস অফ নাজারেথ’ সিরিজে মেরি চরিত্রে কাজ করার পাশাপাশি ২০০৩ সালে ‘মাদার তেরেসা অফ ক্যালকাটা’ ছবিতে মাদার তেরেসা চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ১৯৭৪ সালের কাল্ট ক্লাসিক ‘ব্ল্যাক ক্রিসমাস’ ছবিতে তার অভিনয় এখনও মনে রাখার মতো।

সহকর্মীর সঙ্গে অলিভিয়া হাসি

তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ হিসেবে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-কে অভিহিত করা হয়। তিনি মাত্র ১৫ বছর বয়সে লিওনার্ড হোয়াইটিংয়ের সঙ্গে জুলিয়েটের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এই ছবিটি অস্কার মনোনয়নসহ নানা পুরস্কার লাভ করেছিল। অলিভিয়া হাসি পেয়েছিলেন ডেভিড দি ডোনাটেলো এবং গোল্ডেন গ্লোব পুরস্কার। এটাই উইলিয়াম শেক্সপীয়রের অমর সৃষ্টি ‌রোমিও ও জুলিয়েটকে নিয়ে হওয়া প্রথম সিনেমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অলিভিয়া হাসি রোমিও জুলিয়েট

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর