মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯
নির্মিত হয়েছে মিউজিক্যাল ওয়েবফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে এটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল। একজন সিঙ্গেল মাদার ও নিঃসঙ্গ বেড়ে ওঠা সন্তানের মধ্যকার দুরত্ব নিয়ে এর গল্প। এতে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। খুব শিগগিরই চলচ্চিত্রটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
নির্মাতা হিমেল বলেন, “শুভ্র খানের লেখা গল্পটি প্রথম আকর্ষণ করেছিল। গানগুলোও লেখা ছিল। পড়ে মনে হয়েছিল এটি একটি মিউজিক্যাল ওয়েবফিল্ম হতে পারে। আমাদের এই উত্তরাধুনিক সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে উঠছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। ওয়েবফিল্মটি এ জন্যই মিউজিক্যাল করা হয়েছে। এ গল্পের মুল বার্তাটি দিবে এর গানগুলো।”
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শায়লা খান। বিটিভির প্রথম ধারাবাহিক আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘সংসপ্তক’-এ সুবর্ণা মুস্তাফার বড়বোন আরিফা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওয়েবফিল্মটির প্রযোজকও তিনি।
এতে আরও অভিনয় করেছেন টলিউডের উদিয়মান নায়ক সুপ্রতীম রায়। ওয়েবফিল্মটির চিত্রগ্রহণ করেছেন এনামুল হক সোহেল। মেকআপ করেছেন খলিলুর রহমান। সম্পাদনা করেছেন কাউসার আহমেদ প্রান্ত। শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও সঞ্চিতা দত্ত, শান। দু’টি বাউল গান গেয়েছেন বাউল রহমত শাহ।
সারাবাংলা/এজেডএস