Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাগ্য গণনা করছেন মোশাররফ করিম!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০

জ্যোতিষীদের নিয়ে অধিকাংশ মানুষ একটি প্রশ্ন করে থাকে। প্রশ্নটি হলো– ’জ্যোতিষী নিজের ভাগ্য নিজে দেখে না কেন?’ ’২ষ’ এর নতুন পর্ব ’ভাগ্য ভালো’–এর ট্রেইলারে এর উত্তর দিয়েছেন জ্যোতিষী চরিত্রের মোশাররফ করিম। সংলাপে চরিত্রটি বলে, ’নিজের ভাগ্য নিজে দেখা যায় না। মানা আছে।’ জ্যোতিষী চরিত্রকে উদ্দেশ করে আরেকটি সংলাপে শোনা যায়, ’ভাগ্য নিয়া জুয়া খেলতাসশ’। ট্রেইলারের সংলাপগুলো এবং দৃশ্যায়ন দর্শকমনে তৈরী করেছে প্রশ্ন ও কৌতুহল।

বিজ্ঞাপন

এসব প্রশ্নের উত্তর আর কৌতুহল মেটাতে ২৪ ডিসেম্বর রাত ১২টায় আসছে চরকি অরিজিনাল ’২ষ’ এর নতুন পর্ব ’ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। হাতে আতশ কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা।

নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এ গল্প গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ আছেন এ পর্বে। ’২ষ’ নিয়ে নুহাশ আগেই জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে সমাজের কোন জিনিসগুলো মানুষ বেশি ভয় পায়? সেটা নিয়ে এ সিরিজে কাজ করার চেষ্টা করেছেন পরিচালক।

’ভাগ্য ভালো’–এর শুটিংয়ের সময়ের একটি অভিজ্ঞতা জানাতে গিয়ে নুহাশ বলেন, ’জুলাই–আগস্টের সময় আমরা এটার দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি।’

নুহাশ আরও বলেন, ”ওই যে আমাদের বাস্তব জীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এরকমই কিছু বিষয় নিয়ে ’২ষ’ সিরিজের গল্পগুলো। ’ভাগ্য ভালো’তেও সেরকম একটা সাইকোলজিকাল হরর গল্প দর্শক খুঁজে পাবে বলে আশা করছি।” ’২ষ’ সিরিজে আছে চারটি গল্প। যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তার মা গুলতেকিন খান।

নুহাশ হুমায়ূনের পরিচালনায় প্রথমবার কাজ করলেন মোশাররফ করিম। গল্পের জন্যই কাজটি করেছেন বলে জানান মোশাররফ। তিনি বলেন, ’গল্পটা শুনে আমার মনে হলো, কাজটি করতে হবে। একই সঙ্গে চ্যালেঞ্জও অনুভব করলাম। কারণ কাজটার ঢং একটু আলাদা।’

বিজ্ঞাপন

কাজটি করে নুহাশা ও মোশাররফ– দুজনেই খুব খুশি। অভিনেতা বলেন, ’আর্টের তো সীমা নেই। তারপরও কাজটা করে আমার পরিচালক খুশি, আমিও খুশি। আমার চরিত্রটা জ্যোতিষীর, সে বস্তিতে থাকে। রিপুর প্রভাবে সে এমন একটা কাজের দিকে এগিয়ে যায়, যা তার করা নিষেধ। গল্পটা আমার খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

’পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন ’২ষ’। এর প্রথম পর্ব ’ওয়াক্ত’ এরই মধ্যে প্রকাশ পেয়ে গেছে চরকিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ’অন্তরা’ ও ’বেসুরা’। নুহাশ জানান, অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ’অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ’বেসুরা’তে।

সারাবাংলা/এজেডএস

২ষ ভাগ্য ভালো মোশাররফ করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর