Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সিরিজ দিয়ে শুরু নতুন বছর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

তুর্কি টিভি সিরিজগুলোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্রচুর ভক্ত-দর্শক আছেন যারা তুর্কি সিরিজে বুঁদ হয়ে থাকেন। এ যাবৎ বাংলায় ডাবিংকৃত বেশ কিছু তুর্কি সিরিজ জনপ্রিয়তা পেয়েছে দেশে। যার ধারাবাহিকতায় এবার মাছরাঙা টেলিভিশন পর্দায় আনছে ‘বড় ভাই’ নামে একটি সিরিজ। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’।

আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচারিত হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে এটি। বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রচারিত হচ্ছে এই সিরিজ। যার মধ্যে রয়েছে স্পেন, চীন, চিলি, পেরু, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইসরায়েল, লেবানন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং আরও অনেক দেশ।

বিজ্ঞাপন

সিরিজটি চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে আবর্তিত। বাবা-মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। একসঙ্গে থেকে সেই প্রতিকূলতার মোকাবিলা করে তারা। পরিবার, ভালোবাসা এবং ট্র্যাজেডির চমৎকার মিশেলে নির্মিত সিরিজটি খুব দ্রুত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। বাংলায় ডাবিংকৃত সিরিজটি আগামী ১ জানুয়ারি থেকে প্রচার শুরু করবে মাছরাঙা টেলিভিশন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯ টায় প্রচার হবে এটি।

সারাবাংলা/এজেডএস

কারদেসলারিম তুর্কী সিরিজ বড় ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর