Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দ: চৌলের চি চি থেকে বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩

নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বলা যায়, আশি এবং নব্বইয়ের দশকে বলিউড অভিনেতাদের মধ্যে সাফল্যের চূড়ায় উঠেছিলেন গোবিন্দ অরুণ আহুজা ওরফে গোবিন্দ। যেমন অভিনয়, তেমনই দুর্দান্ত কমিক টাইমিং আর নাচের দক্ষতায় একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা।

জানা যায়, ১৯৮২ সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ড্যান্সার’ চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নায়ক হওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দ। এরপর তিনি যখন চলচ্চিত্রের জন্য চেষ্টা করছিলেন, তখন বিআর চোপড়ার তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘মহাভারত’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ, তখন তার স্বপ্ন একটাই- চলচ্চিত্রের নায়ক হওয়া।

বিজ্ঞাপন

১৯৮৫ সালে শুটিং শুরু হওয়া ‘লাভ ৮৬’ তার প্রথম অভিনীত ছবি হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ইলজাম’। প্রথম সিনেমাটাই সুপার হিট। শুধু কি তাই! ‘ইলজাম’ হিট হওয়ার সঙ্গে সঙ্গেই ১টি বা ২টি নয়, একসাথে ৭০টি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব পান গোবিন্দ। যদিও এরমধ্যে তখন তিনি ৪০টি ছবি হাতে নিয়েছিলেন।

গত কয়েক দশকে দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই ‘হিরো নম্বর ১’। প্রায় চার দশকের দীর্ঘ কেরিয়ারে ১৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২১ ডিসেম্বর এই বলিউড তারকার জন্মদিন।

১৯৬৩ সালের এইদিনে মুম্বাইয়ের শহরতলী ভিরারের একটি চৌলে জন্ম হয় গোবিন্দর। জন্মের পর থেকেই সংসারে অর্থাভাব দেখেই বড় হয়েছেন তিনি। যদিও তার বাবা অরুণ আহুজাও ছিলেন বিনোদন দুনিয়ার একসময়কার সফল মানুষ। একাধারে অভিনেতা ও প্রযোজক। কিন্তু গোবিন্দর জন্মের আগেই অরুণ আহুজার প্রযোজিত একটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। যার ফলে আর্থিকভাবে একেবারেই নিঃস্ব হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে চৌলেই ঠাই হয় আহুজা পরিবারের। আর সেখানেই জন্ম এই অভিনেতার। ছোটবেলায় তার নাম ছিল ‘চিচি’।

বিজ্ঞাপন

বলিউডের নামী নায়ক হওয়ার আগে চি চি তথা আজকের গোবিন্দকে কতোটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তা বলে শেষ করা যায় না। ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় গোবিন্দ জানিয়েছিলেন, ‘এক সময় আমাদের মুদিখানার জিনিস কেনার টাকাটুকুও ছিল না’।

গোবিন্দর বয়স যখন ২১, তখনও তাকে কেউ চিনত না। কিন্তু ২২ বছর হতে না হতেই ৫০টি সিনেমাতে সই করে ফেলেছিলেন তিনি। ১৯৮৬-তে ‘ইলজাম’ ছবির মাধ্যমে ডেবিউ করার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে। তথাকথিত চৌলের বাসিন্দা থেকে আজ তিনি কোটিপতি গোবিন্দ। শোনা যায়, আনুমানিক ১৩৫ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

দেখুন ভিডিও _

সারাবাংলা/এএসজি

অভিনেতা গোবিন্দ জন্মদিন বলিউড অভিনেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর