Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া করোনারকালীন ২০২০ এর মার্চে রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন। তারা দুজন একসঙ্গে বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। লকডাউনের সময় রনিদের খামার বাড়িতে ছিলেন কিছুদিন। ফারিয়া জানিয়েছিলেন পারিবারিকভাবে তাদের দুজনের বাগদান সম্পন্ন হয়েছে, খুব শিগগিরই তারা দুজন বিয়ের পিঁড়িতে বসবেন। তবে বছর দেড়েক পরে ফারিয়া জানান, তাদের সম্পর্ক ভেঙ্গে গেছে। এরপর থেকে তিনি কোনো সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়নি।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ পরিষ্কার করেছেন ফারিয়া। ফারিয়া বলেন, “দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।”

বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন, “গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে! একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।”

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন জানতে চাইলে তিনি বলেন, “সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে- এমন একজন মানুষ চাই।”

নতুন সম্পর্কে বেশি সময় নেবেন না নুসরাত ফারিয়া। মনের মতো কাউকে পেলে দ্রুত বিয়ে করে ফেলবেন বলেও জানান তিনি।

ফারিয়া বলেন, “এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে করব। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক- সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।”

নুসরাত ফারিয়াকে সব শেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়াও ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে নাচতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক ফারিয়ার।

সারাবাংলা/এজেডএস

নুসরাত ফারিয়া বিয়ের পাত্র

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর