‘উজান ভাটি’র পরিচালক সি বি জামান আর নেই
২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩
প্রখ্যাত পরিচালক সি বি জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন শুক্রবার (২০ ডিসেম্বর)। মৃত্যুর খবরটি নিশ্চিত তার এক মাত্র সন্তান সি এফ জামান।
জানা গেছে, শুক্রবার বাদ এশা তার প্রথম জানাযা অনুষ্ঠিত বিএফডিসিতে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেটে। সেখানে রাতেই বা সকালে জানাযা অনুষ্ঠিত হবে। তাকে সিলেটের শাহজালাল (র.) এর মাজারের কবরস্থানে দাফন করা হবে।
গেল ১৩ ডিসেম্বর তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান। তখন তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে বিকেল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সি বি জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র ‘পুরস্কার’ ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
তিনি ‘উজান ভাটি’ ও ‘কুসুম কলি’র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র দুইটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র কুসুম কলি ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হচ্ছে─ ‘ঝড়ের পাখি’, ‘শুভরাত্রি’, ‘হাসি’, ‘লাল গোলাপ’।
পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা। এছাড়া, তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
সারাবাংলা/এজেডএস