Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্থগিত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১

ফোক ফেস্ট স্থগিতের ঘোষণা আসার পর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়েও জটিলতা দেখা দিয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীতের উৎসবটিকে আবারও ফিরিয়ে আনতে। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি তারা। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটিও স্থগিত হয়ে গেছে।

আর্মি স্টেডিয়ামের বিকল্প ভেন্যু নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না এবং কবে নাগাদ উৎসবটি আয়োজন করা হতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীতের আসর।

সারাবাংলা/এজেডএস

বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর