Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্ট ফিল্ম ফোরামের স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব স্থগিত

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজন করেছিল ‘১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’। ২০ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উৎসবে ২৭৬টি চলচ্চিত্র দেখানোর কথা রয়েছে। তবে উদ্বোধনের ঠিক দুদিন আগে উৎসবটি স্থগিত করেছে ফোরাম।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবটি স্থগিতের কথা জানিয়েছে তারা। এতে স্বাক্ষর করেছেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, মানজারে হাসীন মুরাদ ও ফোরামের সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এদেশের বিকল্পধারার স্বাধীন চলচ্চিত্রনির্মাতা ও নির্মাণকর্মীদের একটি স্বাধীন সংগঠন। প্রতি দুই বছর অন্তর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবটির আয়োজন করে থাকে এবং প্রাণের আনন্দেই সবাই এই উৎসবে অংশ নেন। কিন্তু এবারে দেখা যাচ্ছে কোনো কোনো মহলের অযাচিত হস্তক্ষেপের ফলে চলচ্চিত্র উৎসবটি তার নিজস্ব মূল্যবোধ ও চরিত্র হারাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের জরুরী সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তক্রমে এই উৎসবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করা হবে।

তারা আরও বলেন, এরপরও কেউ যদি এই উৎসবটি আয়োজনের চেষ্টা করে থাকে তবে সে উৎসবটি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উৎসব হবে না।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সকল সদস্য-সদস্যাকে উৎসবটি বর্জন করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে তারা দেশের জনগণ ও গণমাধ্যমকেও ওই চলচ্চিত্র উৎসবটিকে বয়কট করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শর্ট ফিল্ম ফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর