Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেন্যু জটিলতায় স্থগিত ফোক ফেস্ট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

২০১৫ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। মূলত করোনা মহামারি এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর বসেনি ফোক ফেস্টের আসর। এরপর অক্টোবর মাসে ঘোষণা করা হয় ষষ্ঠ আসরের। বলা হয়েছিল আগামী বছরের ২৪ ও ২৫ জানুয়ারি আর্মি স্টেডিয়ামে আসরটি অনুষ্ঠিত হবে। কিন্তু এবারের আসরটি আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সান কমিউনিকেশনস-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও শিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।’

তানভীর হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।’

বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, সে প্রসঙ্গে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা বলেন, ‘বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেওয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।’

সারাবাংলা/এজেডএস

আর্মি স্টেডিয়াম ফোক ফেস্ট ষষ্ঠ আসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর