Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামনে এলেন ফেলুবক্সীর পরি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

লাস্যময়ী নায়িকা পরিমণীর কলকাতায় অভিষেক হতে চলেছে ‘ফেলুবক্সী’ দিয়ে। ছবিতে তার অভিনীত চরিত্রের নাম লাবণ্য। আগামী বছরের ১৭ জানুয়ারি ছবিটি কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ছবিতে তার লুক প্রকাশ্যে আনা হলো।

‘ফেলুবক্সী’-তে পরীমণি তার লাবণ্য লুক প্রকাশ্যে এনেছেন এক ফেসবুক পোস্টের মাধ্যমে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষকরে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

বিজ্ঞাপন

নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

ঢালিউডে একটা সময় বেশ ব্যস্ত সময় পার করেছেন পরী। সন্তান জন্মের পর কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে সময় ও সুযোগ বুঝে ঠিকই ‘ফেলুবক্সী’তে কাজ করেছেন পরী। ঠিক কী কারণে সিনেমাটি করতে রাজি হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন এভাবে, ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভালো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে।’

সিনেমাটি থ্রিলার ঘরানার। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। যে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।

সারাবাংলা/এজেডএস

পরীমণি ফেলুবক্সী লাবণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর