Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে শুটিং ফ্লোরে জয়ার ‘জিম্মি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৯:০৫

গেল মার্চে ঘোষণা এসেছিল জয়া আহসানকে দেখা যাবে আশফাক নিপুণের ‘জিম্মি’-তে। ওয়েব সিরিজটির নাম ঘোষণার পর থেকে প্রায় বছর পেরিয়ে যেতে লাগলেও আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে সিরিজটি শুটিং ফ্লোরে যাচ্ছে।

চলতি সপ্তাহে তিনি এর শুটিং করতে যাচ্ছেন জানিয়ে জয়া আহসান বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে শুরু হচ্ছে। কয়েক দিনের মধ্যে শুরু হবে জিম্মি সিরিজের শুটিং। এটা আমার প্রথম ওয়েব সিরিজ।’

বিজ্ঞাপন

‘জিম্মি’ সিরিজে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়।

হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার অভিনীত চরিত্রটি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।

চলতি মাসের শুরুতে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জামদানিতে আলো ছড়িয়েছেন জয়া আহসান। নতুনভাবে ডিজাইন করা এ শাড়ি পরায় প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে।

বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এ ছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

সারাবাংলা/এজেডএস

জয়া আহসান জিম্মি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর