Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাদিয়া-সাব্বিরের ‘ছবি কথা বলে’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৪

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা বিশেষ আয়োজনে সাজানো হয়েছে। এ আয়োজনে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নাটক।

সোমবার (১৬ ডিসেম্বর) সোমবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ছবি কথা বলে’। কাজী আসাদের রচনায় প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন কাজী আসাদ, মোমেনা চৌধুরী, একে আজাদ সেতু, সালাহ খানম নাদিয়া, সাব্বির আহমেদ, কবির আহমেদ, আবদুল আলিম ভিমটু, মনোয়ার হোসেন মিন্টু, তাহিয়া, মতিয়ার রহমানসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

নাটকে দেখা যাবে- আব্দুস সালাম একজন মুক্তিযোদ্ধা তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ও বিপ্লবকে তিনি সমর্থন করেন। আব্দুস সালামের ঘরে একাত্তরের মুক্তিযুদ্ধের ছবির পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের ছবিও রয়েছে। তারমধ্যে একটি বিশেষ ছবি রয়েছে যেটা শর্টগানের একটি বুলেট বাঁধানো আর একটি বুলেটের জায়গা ফাঁকা। শহর থেকে গ্রামে বেড়াতে আসা এ প্রজন্মের কয়েকজন ছেলে-মেয়ে ছবিটি দেখে এ ব্যাপারে জানতে চায়। তখন আব্দুস সালাম স্মৃতিকাতর হয়ে ফিরে যান একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে। তাদেরকে জানান, স্টেনগানের এ গুলিটি তিনি প্রেমিকাকে উপহার দিয়েছিলেন। চেয়েছিলেন যুদ্ধ শেষে ফিরে এসে তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে এই বুলেটের কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী তার প্রেমিকাকে সপরিবারে হত্যা করে। এগিয়ে যায় নাটকের গল্প।

সারাবাংলা/এজেডএস

ছবি কথা বলে নাদিয়া সাব্বির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর