Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মেহজাবীন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫

‘বড় পর্দায় মেহজাবীন’, ‘অবশেষে প্রেক্ষাগৃহে মেহজাবীন’– এমন সব খবর অনেক হলো। এবার আর ধারণা নয়, একদম দিনক্ষণ ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেজাবীন। মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।

ফ্রেম পার সেকেন্ড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহ–প্রযোজনায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। সম্প্রতি সিনেমাটি পেয়েছে সেন্সর সার্টিফিকেট। ইউ গ্রেড পেয়েছে সিনেমাটি, অর্থাৎ সব বয়সীরা দেখেত পারবেন ‘প্রিয় মালতী’। ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির দুই প্রযোজক আদনান আল রাজীব ও রেদওয়ান রনি।

বিজ্ঞাপন

সিনেমায় মেহজাবীনের নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া, স্বামী–স্ত্রীর খুনসুটি– সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

‘প্রিয় মালতী’ সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা–সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশর মানুষের সমস্যা–সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিস্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়না-তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে।’

বিজ্ঞাপন

এর আগে ওটিটি কনটেন্ট প্রযোজনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন আদনান আল রাজীব। তিনি বলেন, ‘আমি এক্সাইটেড, আশা করছি আমরা যে কষ্ট করেছি সেটা মানুষ দেখবে। একইসঙ্গে তাদের মন্তব্যটাও জরুরি। যারা সিনেমাটি দখবেন, তারা একটা অনুভূতি নিয়ে বের হবেন বলে আমি মনে করি। আর সেটা যদি দর্শকদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে, সেটাই হবে আমাদের সার্থকতা। যারা গল্পের সিনেমা পছন্দ করেন। অনেকদিন প্রেক্ষাগৃহে আসেন না, তাদের জন্য বলতে চাই, আপনারা ’প্রিয় মালতী’ দেখতে প্রেক্ষাগৃহে আসেন, হতাশ হবেন না।’

১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে অভিষিক্ত হচ্ছেন মেহজাবীন। ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’ এর আগে তিনি জানিয়েছিলেন, শুরু থেকেই দর্শকরা তার পাশে ছিলেন। যখন মেহজাবীন নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই মেহজাবীন এতদূর আসতে পেরেছেন বলে জানান অভিনেত্রী। তিনি বিশ্বাস করেন প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।

সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশিয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

সারাবাংলা/এজেডএস

প্রিয় মালতী মেহজাবীন

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

আরো

সম্পর্কিত খবর