Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুহাশ হুমায়ূনের ‘২ষ’ আসছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ২২:৪৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮

’ভয়’ শব্দটা বললেই ভুত–প্রেত বা অশরীরী কিছু একটা ঝাপসা হয়ে ওঠে মনের দৃশ্যপটে। কিন্তু ভয় শুধু কী ভুত–প্রেতেই হয়? মানুষের ভয় তৈরী হয় আরও অনেক কিছুতেই, সময়ের সঙ্গে ভয় হতে থাকে নানারকম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় আর দূরের কিছু নয়, যেন জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়।

এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ’২ষ’। এটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ’ওয়াক্ত’ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর রাত ১২টায়। ১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেইলার। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে মুক্তির তারিখ। এর পর থেকেই দর্শকরা মন্তব্যের ঘরে বলে যাচ্ছেন, ’অপেক্ষা করছি’। একে একে মুক্তি পাবে পরের পর্বগুলো। কবে কোন পর্ব আসবে তা জানিয়ে দেয়া হবে চরকির সোশ্যাল হ্যান্ডেলগুলোতে।

বিজ্ঞাপন

সিরিজের অন্য পর্বগুলো হলো ’ভাগ্য ভালো’, ’অন্তরা’ ও ’বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ’ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ’অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ’বেসুরা’–তে। আর ’ওয়াক্ত’–এ থাকছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকদেরও অংশগ্রহণ। চরকির ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছা যুক্ত করে দেয়া হয়েছে এ নামগুলো।

প্রথম সিজন ’পেট কাটা ষ’–এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি পায় তুমুল জনপ্রিয়তা। দ্বিতীয় সিজন মুক্তির খবরে আবারও নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শকরা। অধিকাংশ দর্শকই এর মুক্তির তারিখ জানতে চাচ্ছিলেন। সেই অপেক্ষা তাদের শেষ হলো। অনেকেই সিরিজটির পর্বগুলোর নামের প্রশংসা করেছেন।
’ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালিব শ, আরেকটা পেট কাটা ষ’– ট্রেইলারের এ সংলাপটি যেমন রহস্যময় তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এখনই সেসবের উত্তর না দিলেও নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা–অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এরসঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ নুহাশের মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ’২ ষ’–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।

বিজ্ঞাপন

’২ষ’ এর ’ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। ’ভাগ্য ভালো’–তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ’অন্তরা’ পর্বে। আর ’বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

সারাবাংলা/এজেডএস

২ষ নুহাশ হুমায়ূন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর