Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে কেন অনাথের মত বললেন শাহরুখ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬

তিনি কিং খান, তিনি শাহরুখ। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ তিনি বলিউড বাদশা। সাফল্যম নাম, খ্যাতি, অর্থ সবই তার পিছু পিছু ঘোরে। তবে কি শুধুই সাফল্য, ব্যর্থতা কি নেই? অবশ্যয় আছে। ভালোমন্দ দুইয়ের মিশেলেই তো জীবন। কিন্তু হঠাৎ কী এমন হল ‘কিং খান’-এর মুখে শোনা গেল অবসাদের সুর।

বলিউড সুপারস্টার শাহরুখ খান, যিনি ডিজনি’র ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি ভার্সন যেখানে ‘মুফাসা’ ক্যারেক্টারটির ভয়েস দিয়েছেন। সেই ক্যারেক্টারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন শাহরুখ। তিনি অকপটে বললেন, মুফাসা’র সঙ্গে আমার জীবনেরও অনেক মিল রয়েছে। কারণ মুফাসা’র জীবন যেখানে দেখানো হয়েছে কীভাবে প্রতিকূলতার মাঝেও সে নিজের সিদ্ধান্তে অনড়। পাশাপাশি তার স্যাক্রিফাইস এবং সবকিছুর মধ্যেও লিডারশীপ এই সবকিছুই আমার জীবনের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

মুফাসার মতন তিনিও বাইরে থেকে এসেছিলেন। তিনি জানান, “যদি আমি নম্র হয়ে না বলতাম, ‘মেরি কাহানিভি এইসি হে’, তাহলে এটা ফিট হতে পারত। অনাথ কাদের বলা হয় যারা নিজের বাবা-মাকে হারিয়ে ফেলে। আমিও আমার বাবা-মাকেও খুব ছোট বয়সে হারিয়েছি। তো আমিও প্রায় অনাথের মতোই।”

সারাবাংলা/এজেডএস

অনাথ মুসাফা শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর