Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩২

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার পাশাপাশি বাংলাদেশের অনেক ছবিতেই কাজ করেছেন তিনি। কিছুদিন আগে জানা গিয়ে ছিলো অভিনেত্রী সময়ের আলোচিত নির্মাতা রাশিদ পলাশের ‘তরী’ শিরোনামের ছবিতে কাজ করতে যাচ্ছেন। নতুন খবর হচ্ছে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই।

বিজ্ঞাপন

চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে বলে জানা গেছে।

ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার উল্লেখ করে এই নির্মাতা বলে, বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।

পরিচালক জানান, শনিবার কলকাতা থেকে ফিরেছেন তিনি। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করলেন চরিত্রটির পরিধি বাড়ছে বলে জানান পরচালক।

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।

সারাবাংলা/এজেডএস

ঋতুপর্ণা তরী শ্রীলেখা