Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন ‘বাজে স্বভাব’খ্যাত গায়ক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪

‘বাজে স্বভাব’খ্যাত গায়ক রেহান রাসুল বিয়ে করেছেন। খবরটি নিজেই জানিয়েছেন। শুক্রবার(৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে নববধুর সাথে একটি ছবি শেয়ার করেছেন গায়ক। ক্যাপশনে লিখেছেন,‘শক খাইয়েন না, ঘটনা সত্য।’

রেহান এর আগে পরিচিত মহলে বলে এসেছেন তিনি বিয়ে করবেন না। কিন্তু শেষমেশ বিয়েটা সেরেই ফেললেন। এ বিষয়ে তিনি বলেন, কখনো তিনি ভাবেননি এমন একজন মানুষ পাবেন। সবাই যাকে ছন্নছাড়া, স্বভাবে বাজে হিসেবে চেনে অথচ সেই ছেলেটিকেই মেয়েটা ভালোবাসে।

বিজ্ঞাপন

রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। ২০১৬ সালে তাদের পরিচয় হয়। তবে ২০২৩ সাল থেকে তারা একসাথে সময় কাটাতে থাকেন, আড্ডায় নিয়মিত দেখা হতে থাকে। ২০২৪ সালে তারা প্রেমে পড়েন একে অপরের।

রেহান জানিয়েছেন, বিয়েতে কোন আড়ম্বর কিছু করেননি। দুই পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/এজেডএস

বাজে স্বভাব রেহান রসূল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর