Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করলেন তানজিকা আমিন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৭

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ তানজিকা আমিন বিয়ে করেছেন। বর অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়া। পারিবারিকভাবেই তাদের এ বিয়ে সম্পন্ন হয়েছে।

তানজিকা আমিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

বিজ্ঞাপন

কবে থেকে ভাবলেন, এই বন্ধুকে বিয়ে করা যায়? ‘দুই মাস আগে ভাবলাম, এর সঙ্গে বিয়ে নিয়ে ভাবা যায়। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও।পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সে–ই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।’ বলেন তানজিকা আমিন।

বিয়েতে ৪০ বছর আগে তার মায়ের ব্যবহৃত শাড়িই পড়েছেন তানজিকা। এছাড়া তার পরা গহনাও মায়ের।

উল্লেখ্য, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

সারাবাংলা/এজেডএস

তানজিকা আমিন বিয়ে সাইফ বাসুনিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর