Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আটকে আছে শাকিবের ‘বরবাদ’ শুটিং

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১

আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। সে উপলক্ষে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভারতে মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু করেছেন গেল বছরের অক্টোবর থেকে। ইতোমধ্যে ছবিটির ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। মাঝে মাস খানেকের বিরতি পড়ে যায়। এতে অনলাইনে গুঞ্জন ছড়িয়েছে ছবির নায়িকা ইধিকা পাল শুটিং শিডিউল ফাঁসিয়েছেন। এ জন্যই শুটিং আটকে আছে।

শাকিব ভক্তরাও ইধিকাকে তুলোধুনো করছেন অনলাইনে! তবে ‘বরবাদ’ পরিচালক হৃদয় জানালেন অন্য কথা। মেহেদী হাসান হৃদয় বলেন, বরবাদে শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। তার ২৫ বছরের ক্যারিয়ারে একদম নিউ। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রসথেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করবো।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এখন আমরা শুটিংয়ে গ্যাপ নিয়েছি। তাই সে যেহেতু ফ্রি আছে তার ছবির প্রমোশন করছে। শিগগির আমরা শুটিংয়ে যাবো। তিনি বলেন, ৭০ শতাংশ শুটিংয়ে মুম্বাইতে শুরু থেকে যা চেয়েছি তাই তুলে এনেছি। ইন্ডিয়ান টিম থেকে যারা শুটিংয়ে জড়িত প্রত্যেকে খুশি এবং এক বাক্যে বলেছেন, ‘বরবাদ’ একটি ভালো ছবি হতে যাচ্ছে।

‘বরবাদ’-এ শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্তসহ অনেকে। একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ইথিকা পাল বরবাদ শাকিব খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর