ইথুন বাবু-মৌসুমির নতুন গান
৩০ নভেম্বর ২০২৪ ১৯:০৫
জুলাই বিপ্লবের সময় দাবানলের মত কাজ করেছিল ‘দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা’। গানটির কথা ও সুর করেছিলেন ইথুন বাবু। কণ্ঠ দিয়েছিলেন মৌসুমি।
এ জুটি নতুন আরেকটি গান নিয়ে শ্রোতাদের মধ্যে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘ওরা জন্মভূমি চুষে খেতে চায়’। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ব্যানারে। জাসাসসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইউটিউব-ফেসবুকে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে গানটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরো উপস্থিত ছিলেন ইথুন বাবু, মৌসুমী ও জাসাস নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, “সংস্কৃতির কী শক্তি হতে পারে তা আমরা ইথুনের ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের সময় কারাগারে বসেই দেখেছি। আওয়ামী লীগ সরকার তাকে সকল চ্যানেল থেকে নিষিদ্ধ করেছিল। কিন্তু সে শত প্রতিকূলতার মধ্যেও মৌসুমির মত শিল্পী তৈরি করেছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন ‘ওরা জন্মভূমি চুষে খেতে চায়’ গানটিও আগের মত জনপ্রিয় হবে।
সারাবাংলা/এজেডএস