Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

মধ্যরাতে চমকে দিয়ে চিত্রনায়িকা কেয়া জানালেন, তার বিয়ের খবর। জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। কেয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।

বলা দরকার, মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এরপর টানা সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো তারকাদের।

মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা। তার অভিনীত ‘কাঠগোলাপ’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/এজেডএস

কেয়া বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর