Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ঐশ্বরিয়ার মা যেমন আছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪ ১৮:২৩

ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন ঐশ্বরিয়ার মা বৃন্দা রায়। সমাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই পোস্ট করে জানিয়েছিলেন ঐশ্বরিয়া রায়। এ বার বৃন্দার ক্যানসারের লড়াই নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়ার বৌদি শ্রীমা রায়। শ্রীমা একজন অনলাইন ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত। তাই কাজ নিয়ে তারও ব্যস্ততা লেগেই থাকে। সেই জন্য অসুস্থ থাকা সত্ত্বেও শ্রীমার সন্তানদের দেখভাল করেছেন ঐশ্বরিয়ার মা।

ক্যানসার জয় করেছেন বৃন্দা রাই। তাই সমাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শ্রীমা তার শাশুড়ির মাথায় মুকুট পরিয়েছেন। সঙ্গে লিখেছেন, “আমি যখন কাজে ব্যস্ত থাকতাম, তখনও আমার সন্তানদের দেখভাল করার জন্য আমার শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ ও কুর্নিশ। তিনি যখন ক্যানসারের সঙ্গে লড়ছেন, আমি কোনও ছবি পোস্ট করিনি। আমি ওঁর ব্যক্তিগত সময়কে সম্মান করেছি।”

বিজ্ঞাপন

গত বছরের শেষের দিকে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, তার মা ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তার বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালে প্রয়াত হন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আমি জানি না, এটা বলা ঠিক হবে কি না। ক্যান্সার আমাদের জীবনকে খুব ব্যক্তিগত ভাবে স্পর্শ করেছে। প্রথমে বাবা লড়াই করলেন ক্যান্সারের সঙ্গে। আর এই বছর শুরুর দিকে মায়ের ক্যান্সার ধরা পড়ল। তবে অসাধারণ কয়েকজন চিকিৎসকের সাহায্যে এবং মানুষের প্রার্থনায় মা এখন ক্যান্সার মুক্ত।”

ঐশ্বরিয়া নিজেই বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ের খুব কাছাকাছি থাকেন তিনি। কিছু দিন আগেই ছিল ঐশ্বরিয়া-কন্যা আরাধ্যার জন্মদিন। সেই জন্মদিনের পোস্টে ঐশ্বরিয়া তার মায়েরও একটি ছবি প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ঐশ্বরিয়া রায় ক্যান্সারের সঙ্গে লড়াই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর