কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:৩০
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেন উর্বশী রাউতেলা। তারপর একাধিক সিনেমায় অভিনয় করলেও সাফল্য তেমন পাননি। তবে খুব অল্প বয়সেই একাধিক সৌন্দর্যের খেতাব রয়েছে তার। পাশাপাশি বলিউডের চর্চিত নায়িকাদের তালিকায় উর্বশী রাউতেলার নাম থাকেই। তার অভিনয়ের থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নেটিজেনদের প্রশ্ন উঠে আসে, কবে বিয়ে করবেন উর্বশী? এবার এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন তিনি।
বিয়ে নিয়ে এক ব্যক্তির সঙ্গে উর্বশীর কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন এক রেডিট ব্যবহারকারী। সেই ভিডিয়োতেই তাকে এই বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে উর্বশী বলেন, ‘এখন আমার কাটনি যোগ (জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খারাপ সময়) চলছে। এই যোগে বিয়ে করাটা একদম উচিৎ নয়। এই যোগ কাটতে আরও আড়াই বছর সময় লাগবে। তারপর বিয়ে করব।’
উর্বশীর এই কথোপকথন নিমেষে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই তার এই উত্তরের সত্যতা নেই বলেও দাবি জানান। উর্বশীর বিয়ে না করার প্রসঙ্গে অনেকে তুলে এনেছেন ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন।
প্রসঙ্গত, ক্রিকেট তারকা ঋষভের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। কিন্তু এই গুঞ্জনকে মিথ্যা বলে দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার সঙ্গে ঋষভকে জুড়ে অনেক কথা বলা হয়। আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই যে, এসবের কোনও সত্যতা নেই। আমি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে পছন্দ করি না। আমার লক্ষ্য শুধু কেরিয়ারে উন্নতি করা। কাজ নিয়েই থাকতে ভালবাসি আমি। সেই সব বিষয় নিয়েই কথা বলা ভাল। আমি জানি না কেন এসব তথ্য নিয়ে মানুষ এত উত্তেজিত হয়ে যায়। তবুও জানাই এই গুঞ্জনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’
এদিকে গত বছর তেলেগু ছবিতেও অভিষেক হয় উর্বশীর। কিছুদিন বাদেই ‘এনবিকে ১০৯’-এ দেখা যাবে তাকে। এই তেলুগু ছবিতে তিনি ছাড়াও অভিনয় করবেন নন্দমুরি বালাকৃষ্ণ, দুলকার সলমন ও ববি দেওল। ববি কোল্লি পরিচালিত এই ছবিতে গানের দায়িত্বে রয়েছেন থামান এস।
সারাবাংলা/এএসজি
উর্বশী রাউতেলা উর্বশীর বিয়ে বলিউড অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রি