সচিব মর্যাদা পেলেন শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ
২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। গত ২১ নভেম্বর জনস্বার্থে এ আদেশ জারি করা হয়। উল্লেখ্য যে, ইতোপূর্বে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকগণ নিয়োগ পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।
সারাবাংলা/এএসজি
ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক সচিব পদমর্যাদা