Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের জন্য হন্যে হয়ে বাড়ির সন্ধানে তামান্না

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৭

ইতিমধ্যেই তামান্নার পরিবারে বিয়ের প্রস্তুতি তুঙ্গে

২০২৩ সাল থেকেই শোনা যাচ্ছিল অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের খবর। তারপর থেকেই বলিউড ইন্ডাস্ট্রিতে এখন ‘টক অফ দ্য টাউন’- তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। রেস্তরাঁ থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনও রাখঢাক নেই! আসলে নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। বরং, প্রকাশ্যে জানিয়েছেন তারা ডেট করছেন। তবে এবার নতুন খবর হল, তামান্না-বিজয় বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে স্বপ্নের বাড়ি খুঁজছেন।

বিজ্ঞাপন
বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল

বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল

ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে দুই পরিবারের তরফে। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি।

বিজ্ঞাপন
অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি

অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি

কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, ছিমছাম বিয়ে করার প্ল্যান তামান্না ও বিজয়ের। গতবছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তামান্না-বিজয়ের উষ্ণ রসায়ন নিয়ে কম চর্চা হয়নি। এবার দেখার আনুষ্ঠানিকভাবে কবে বিয়ের ঘোষণা করেন তারা।

সারাবাংলা/এএসজি

তামান্না ভাটিয়া বলিউড অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রি বিজয় ভার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর