Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ খুললেন এআর রহমানের গিটারিস্ট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৯:১৮

দুনিয়া জুড়ে এআর রহমানের ভক্ত, অনুরাগীর শেষ নেই। মঙ্গলবার (১৯ নভেম্বর) সবার মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা─ সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের সংসারের ইতি টানছেন এ অস্কারজয়ী। তাদের তিন সন্তান সবার প্রতি অনুরোধ রেখেছিলেন যেন এ বিষয়ে সকল প্রকার গোপনীয়তা বজায় রাখা হয়। কিন্তু নেটিজনরা কথা বলা শুরু করেন যখন তার বেজ গিটারিস্ট মোহিনী দেও তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়। গুঞ্জন উঠেছে মোহিনীর সঙ্গে ‘পরকীয়া’র কারণে সংসার ভেঙেছে রহমান-সায়রার।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে এআর রহমানের আইনজীবী পরিষ্কার করেছেন। বলেছেন, আসল ঘটনা এমন কিছু না। তারপরও গুজবের ডালাপালা এতটাই ছড়িয়েছে যে আর চুপ থাকতে পারেননি মোহিনী দে। শুক্রবার (২২ নভেম্বর) ইন্সটাগ্রামে এক নোট শেয়ার করেছেন তিনি। যেখানে বুঝায় যাচ্ছে এসবে খুবই বিরক্ত মোহিনী।

নোটটিতে তিনি লিখেছেন, ‘আমার কাছে প্রচুর পরিমাণে সাক্ষাৎকারের অনুরোধ এসেছে এ বিষয়ে কথা বলার জন্য। কিন্তু আমি এ ধরনের ফালতু জিনিস নিয়ে মাথা ঘামাতে রাজি না। তাই বিনয়ের সঙ্গে প্রতিটা অনুরোধ গ্রহণ করিনি। গুজবের পিছনে সময় ব্যয় করার মত শক্তি আমার নেই বলে বিশ্বাস। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।’

বাজারে চলতি এধরনের কথা-বার্তা খুব একটা বিরক্ত করছে না এআর রহমানকে। তিনি এসব বিষয়ে খুব একটা প্রতিক্রিয়াও দেখাচ্ছেন না। তবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তার মেয়ে। অন্যদিকে তার ছেলে এআর আমিনও গুজবকারীদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার বাবা শুধু সংগীতে অসাধারণ অবদানের জন্য কিংবদন্তি নন, একই সঙ্গে তিনি এত বছর ধরে যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন তার জন্য। এটা দেখতে খুবই হৃদয়বিধারক এধরনের মিথ্যা ও ভিত্তিহীন গুজব তার নামে ছড়াচ্ছে। কারও সম্পর্কে ধরনের কথা বলার আগে তার জীবন ও আবদান সম্পর্কে জেনে বলা উচিত এবং সত্যের গুরুত্ব যেন ভুলে না যাই। আমাদের প্রত্যকেরই আমাদের জীবনে তার কাজের যে প্রভাব রয়েছে তার মর্যাদা বজায় রাখা।’

অন্যদিকে এআর রহমান-সায়রা বানুর বিবাহবিচ্ছেদ আইনজীবীও এক টিভি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, পুরো ঘটনায় মোহিনী দের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

এআর আমিন এআর রহমান বিবাহবিচ্ছেদ মোহিনী দে সায়রা বানু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর