প্রাণ হারালেন পরীমণির প্রাক্তন
২৩ নভেম্বর ২০২৪ ১২:০৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৮
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী দাবি করা ইসমাইল হোসেন মারা গিয়েছেন। শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় পতিত হন তিনি। ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বছর পাঁচেক আগে ফেসবুকে ইসমাইল হোসেনের সঙ্গে পরীমণির কিছু ছবি ভাইরাল হয়। তখন ইসমাইল তাকে স্বামী বলে দাবি করেন। সমালোচনার মুখে পরীমণি তাকে চাচাতো ভাই বলে জানান।
পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হয়েছেন। সেখানেই পড়াশোনা করেছেন। ২০১০ সালের দিকে তার সঙ্গে ইসমাইল হোসেনের বিয়ে হয়ে বলে জানান ইসমাইল। তবে সে বিয়ে দুই বছরের বেশি টেকেনি। ২০১২ সালেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমণির। সে বিয়েও বেশিদিন টেকেনি। এরপর তার সঙ্গে সাংবাদিক তামিম হাসানের বাগদান সম্পন্ন হয়। তামিমের সঙ্গে প্রেম, বাগদানের বিষয়টি তারা দুজনেই মিডিয়ার সামনে আনেন। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু নানাবিধ কারণে ওই বছরই তারা আলাদা হয়ে যান। কথিত আছে তারা দুজন গোপনে বিয়ে করেছিলেন।
২০২১ সালের ৯ মার্চ অভিনয়শিল্পী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক কামরুজ্জামান রনি। ৩টাকা কাবিনে করা সে বিয়ে ভেঙ্গে যায় মাত্র তিন মাস পরে। এরপর একই বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজকে। সে ঘরে ২০২২ সালে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। কিন্তু বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই গেল বছরের ১৭ সেপ্টেম্বর রাজের সঙ্গেও পরীমণির বিচ্ছেদ হয়ে যায়।
অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও পরীমণি বর্তমানে নিজেকে ‘সিঙ্গেল’ করছেন।
সারাবাংলা/এজেডএস