Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বাসঘাতকতা বা প্রতারণা নয়, বলিউডে অধিক বিচ্ছেদের অন্য কারণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৭:০১

২৯ বছরের দাম্পত্য জীবন। একঝাঁক স্মৃতি। তবু সম্পর্ক ভাঙছে এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। যে খবরে হতবাক হয়েছিলেন শিল্পীর ভক্তরাও। তবে শুধু তারাই নন, আরও অনেক সেলিব্রিটিরই বিবাহ বিচ্ছেদ হয়েছে দীর্ঘদিনের সংসার জীবনের পর। ঊর্মিলা মাতণ্ডকর থেকে নাতাশা স্ট্যানকোভিচের বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও এসেছে প্রকাশ্যে। পাশাপাশি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়য়ের বিবাহ বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এআর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী জানিয়েছেন, কেন বলিউড ইন্ডাস্ট্রিতে এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে।

বিজ্ঞাপন

বলিউডে ডিভোর্স এখন খুবই কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে চমকপ্রদ তথ্য জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা সাহা। ইন্ডাস্ট্রিতে কেন এতদিনের পুরোনো বিয়ে ভেঙে যাচ্ছে, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। উদাহরণ হিসেবে মালাইকা অরোরা, আরবাজ খান, আমির খানের কথাও বলেছেন। বন্দনা জানান, বলিউডের এই বিয়ে ভেঙে যাওয়ার পিছনে বিশ্বাসঘাতকতা বা প্রতারণার কোনও সম্পর্ক নেই।

বন্দনা সাহা, সায়রা বানুর আইনজীবী। যিনি বলিউডের অনেক সেলেব্রিটির বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন

বন্দনার কথায়, যে কোনও বিয়ে ভেঙে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনও না কোনও কারণ থাকে। কিন্তু, বলিউডের এতদিনের পুরোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে একটি বড় কারণ হল ‘সম্পর্কে একঘেয়েমি’। যে কারণে, যখন সম্পর্কের প্রতি কারও আগ্রহ চলে যায়, তখন বিয়ে ভেঙে যায় এবং অন্য কিছুর সঙ্গে এর কোনও সম্পর্কও নেই। জীবন যাতে কিছুটা অন্যরকম হয়, বিরক্তিহীন হয়, তাই অন্য সম্পর্কেও যায় মানুষ। বলিউড এবং অতি ধনী পরিবারের জন্য এটি খুবই সাধারণ বিষয়।

রেডডিটে ভাইরাল হওয়া একটি পোস্টে বন্দনা বলেছেন, বলিউডের সকলের যৌন জীবন আলাদা। তার কথায়, যদিও আমি বলিউড ইন্ডাস্ট্রির লোক নই, তবু আমার কাছে যতগুলো মামলা এসেছে, তাতে এতটুকু বলতে পারি, প্রতিটি মানুষের যৌন ইচ্ছা, জীবনযাপনের চিন্তাধারা অনেকের থেকে আলাদা। তারা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এ বেশি বিশ্বাস করেন। এবং এটি তাদের কাছে অত্যন্ত সাধারণ বিষয়। যদিও এই বিয়ে প্রসঙ্গে কথা বলার সময় বন্দনা কোনও বিশেষ ব্যক্তির নাম নেননি।

সারাবাংলা/এজেডএস

এআর রহমান বন্দনা সাহা বলিউডে ডিভোর্স বিবাহ বিচ্ছেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর