Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনীর কারণে বিচ্ছেদ! জবাব এআর রহমান কন্যার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৬:৪২

কদিন পরেই দাম্পত্য জীবনের তিন দশক পূর্ণ করার কথা ছিল এআর রহমান ও সায়রা বানুর। কিন্তু ভক্তদের আশ্চর্য করে করে বুধবার (২০ নভেম্বর) রাতে ঘোষণা আসে বিবাহবিচ্ছেদের। হুট করে আসা এ ঘোষণায় পুরো মিউজিক ইন্ডাস্ট্রির সবাই থমকে গিয়েছে। আর বলিউডের বিচ্ছেদ মানেই পরকীয়ার যোগসূত্র। সবার আঙুল এআর রহমানের ট্রুপের সহযোগী মোহনী দের দিকে।

এমন কথা বাতাসে আসার কারণও আছে। এআর রহমানের ঘোষণার পরপরই সে তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানায়। আর তারপরেই দুইয়ে-দুইয়ে চার মিলাতে শুরু করেন অনেকে। সমাজের নীতিপুলিশদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু, আতশকাচের তলায় যেন বার বার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার রহমানকে। ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ বার মুখ খুললেন রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

এই বিচ্ছেদ নিয়ে এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ। তাদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।

তবে সেই সব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনও সংযোগ নেই। রহমান ও সায়রার দীর্ঘ দাম্পত্যে তিন সন্তান রয়েছে তাঁদের। দুই মেয়ে খাতিজা, রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিন অবশ্য সর্বক্ষণ বাবার পাশে পাশে। মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপটা কথা বলেন। তিনি এই সমালোচনার মাঝে ইনস্টাগ্রামে লেখেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

এআর রহমান পরকীয়া বিবাহবিচ্ছেদ মোহনী সায়রা বানু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর