Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককে একসঙ্গে দেখা মিলল রাফসান-জেফারের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৯:৩০

রাফসান সাবাবের সংসার ভাঙ্গার আগে থেকেই গুঞ্জন ছিল তিনি জেফারের সঙ্গে প্রেম করছেন। তবে দুজনই বিষয়টি সবসময় অস্বীকার আসছিলেন। তবে এবার দুজনকে থাইল্যান্ডের ব্যাংককে একান্তে সময় কাটাতে দেখা গেছে।

শুধু তারাই নয়, সঙ্গে রয়েছেন জেফারের পরিবারের সদস্যরাও। দু’জনই তাদের ফেসবুকে বেশ সাবধানতার সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন। কিন্তু খুব একটা সামলাতে পারলেন না।

শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু’জনকে দেখা গেল।

এদিন রেস্টুরেন্টের ভেতরে দু’জন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তাঁরা। দু’জনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন।

এদিকে শোবিজের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তারা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

জেফার রাফসান সাবাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর