Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের প্রস্তাবে মৌয়ের জবাব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৯:১৮

এ সময়ের জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি তিনি মাঝে মধ্যে টিভি নাটকে অভিনয় করেন। তবে এবার তিনি চলচ্চিত্রে নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন। ঢালিউড এক নম্বর নায়ক শাকিব খান তাকে এক অনুষ্ঠানে সবার সামনে এ প্রস্তাব দেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকার অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন শাকিব খান।

বিজ্ঞাপন

দেশের শীর্ষ নায়ক বলেন, মৌ এত সুন্দর, এত সুন্দর করে উপস্থাপনা করে। আমি চাই মৌ সিনেমা করুক।

এদিকে অনুষ্ঠান শেষে মৌসুমী মৌ বলেন,‘শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।

সবশেষ ১৫ নভেম্বর শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি বিদেশেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

সারাবাংলা/এজেডএস

প্রস্তাব মৌসুমী মৌ শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর