Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার ছবি ইফি উৎসবে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৯:০৫

জয়া আহসান অভিনীত ছবি ‘ভূতপরী’। ছবিটি ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে প্রদর্শিত হবে। ২৫ নভেম্বর এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনী নিয়ে জয়া আহসান জানান, উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।

‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। সেখানে দুটি ছবিটির ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ডাবিং শেষ করেই গোয়ার উদ্দেশ্যে ছুটবেন জয়া।

সারাবাংলা/এজেডএস

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উতসাব জয়া আহসান ভূতপরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর