Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমকে উঠলেন অমিতাভ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২৩:৩৬

অমিতাভ বচ্চন শুধুই তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমেই নয়, অনবদ্য সঞ্চালনায়ও দর্শকদের মন ছুঁয়েছেন বারবার। সম্প্রতি অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর ১৬ থেকে একটি ভিডিও তুলে ধরেছেন ভক্তদের জন্য। ‘কেবিসি’-র প্রোমোতে দেখা যাচ্ছে, বিগ বি একটি বিদেশি জাদুঘরে রাখা ঘড়ি নিয়ে আকর্ষণীয় তথ্য জানাচ্ছেন।

‘কেবিসি ১৬’-এর প্রোমোতে অমিতাভ বচ্চনকে হট সিটে বসা প্রতিযোগীর সঙ্গে একটি আশ্চর্য ঘড়ির কথা বলতে দেখা যায়। যেখানে অমিতাভ বলেন, ‘আমরা একটা মিউজিয়ামে গিয়েছিলাম। কোথায় ছিল মনে করতে পারছি না। তবে হয়তো ফ্রান্স বা রাশিয়ায় ছিল। সেখানে একটা ঘড়ি ছিল, যেটা দেখলে বোঝার উপায় নেই এটা একটা ঘড়ি।’

বিজ্ঞাপন

অমিতাভ আরও বলেন, ‘ঘড়িটি মানুষের মূর্তির মতো, এক চোখ থেকে জল বের হয়, এবং তারপর হাতের উপর পড়ে। হাতে পড়ার পর কান্না আরও বেড়ে যায়। এবং এক সেকেন্ডের মধ্যে আবার থেমে যায় জল। এটা একটা চমৎকার বিষয় বলা চলে।’

অমিতাভ যে মিউজিয়ামের কথা বলেছেন, সেটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত। বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে ধরা হয় এটিকে। সূত্রের খবর, এই জাদুঘরে প্রাগৈতিহাসিক যুগ থেকে নয়ের দশক পর্যন্ত নানা জিনিস রয়েছে।

অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’-তে। ছবিতে তিনি অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর অভিনয়ও ভীষণ ভাবে প্রশংসিত হয়েছিল। দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এই ছবিতে ছিলেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল।

সারাবাংলা/এজেডএস

অমিতাভ বচ্চন চমকে উঠেছেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর