আবারও নিশো-তমা
১৯ নভেম্বর ২০২৪ ১৬:৫২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:০৫
রায়হান রাফীর সুপারহিট ছবি ‘সুড়ঙ্গ’। সে ছবির পাশাপাশি আফরান নিশো ও তমা মীর্জা জুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল। সবাই ভেবেছিল তাদের জুটি করে পরিচালকরা অনেক ছবি করবেন। কিন্তু বছর দেড়েক হয়ে গেলেও কোনো খবর ছিলো না। মাঝে নতুন দুটি সিনেমায় নিশোর চুক্তিবদ্ধ হওয়ার খবর মিললেও সেগুলোর কোনও অগ্রগতি মেলেনি।
তবে সব জল্পনা ছাপিয়ে অবশেষে শুটিং ফ্লোরে গড়ালো আফরান নিশো-তমা মির্জা জুটির দ্বিতীয় অধ্যায় ‘দাগী’। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এর মধ্যে শুটিং শুরু হয়েছে।
‘দাগী’ পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিনেমায় আফরান নিশোর নায়িকা তমা মির্জা থাকছেন এমন খবর আগেই জানা গিয়েছিল। তবে তিনি ছাড়া নায়িকার ভূমিকায় আরও থাকছেন ‘ন ডরাই’খ্যাত সুনেরাহ বিনতে কামাল।
‘দাগী’ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করতে রাজি নন সংশ্লিষ্ট কেউ। এটুকু জানা গেছে, সিনেমাটি ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে।
সারাবাংলা/এজেডএস