Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে বসেই দেখা যাবে ‘ওমর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:০৭

দৃশ্য–সংলাপে রহস্যটা জিইয়ে রাখতে পেরেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ট্রেইলার দেখে একটি মৃত্যুর ঘটনা জানা গেলেও এর আগে–পরের তেমন কিছু বোঝা যায়না। বলা হচ্ছে ’ওমর’ সিনেমার ট্রেইলারের কথা। এতে থাকা রহস্যের শেষ দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আর কিছু দিন। ’ওমর’ সিনেমাটি এক্সক্লুসিভলি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে ২১ নভেম্বর।

চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এটি। এতে করে ঘরে–বাইরে যেখানে খুশি সিনেমাটি দেখতে পারবেন সুবিধামত সময়ে। আর যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে ফেলেছেন, তারা চাইলে আবারও চরকিতে দেখে নিতে পারবেন ’ওমর’।

বিজ্ঞাপন

মজার ব্যাপার হলো ’ওমর’ সিনেমাটি চরকিতে দর্শকরা দেখতে পারবেন প্রেক্ষাগৃহের মতো টিকেট কেটে। তবে ম্যানুয়ালি নয় ডিজিটালি। প্রেক্ষাগৃহের মতো ২০০ থেকে ৫০০ টাকা লাগবে না, ’ওমর’ দেখতে লাগবে মাত্র ৩৫ টাকা।

ভারতের দর্শকরা ৩৫ রুপিতে দেখতে পাবরেন ’ওমর’। বাংলাদেশ–ভারত বাদে অন্য দেশ থেকে দেখতে চাইলে দর্শকদের দিতে হবে ১ দশমিক ৯৯ ডলার।

’ওমর’ সিনেমাটি চরকিতে মুক্তির মাধ্যমে আরও অনেক দর্শকের কাছে ছড়িয়ে যাবে বলে মনে করেন এর নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ”চরকিতে ’ওমর’ মুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এতদিন ধরে জানিয়ে আসছিলেন সিনেমাটি দেখতে চান, তাদের জন্যই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া। আশা করি সবাই সিনেমাটি দেখবেন, সিনেমাটি ওটিটির দর্শকদেরও চাহিদা মেটাতে পারবে বলে আমার আশা। বাকিটা দর্শকরাই বলে দেবে।’

বিজ্ঞাপন

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ার রনি জানান, ’ওমর’ সিনেমাটি চরকির জন্য এক্সক্লুসিভ কনটেন্ট। এটি যেন সহজভাবে সবাই দেখতে পারেন সেজন্যই ৩৫ টাকায় ’টিভিওডি’ বা ’ট্রানজেকশনাল ভিডিও অন ডিমান্ড’ পদ্ধতিতে সিনেমাটি মুক্তি দেয়া। দর্শকরা আনন্দের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারলেই এ চেষ্টা সার্থক হবে বলে মনে করেন তিনি।

মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, আবু হুরায়রা তানভীর, ফজলুর রহমান বাবু, আরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকসহ অনেকে। ছবিটির গল্প লিখেছেন ও চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ, সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।

সারাবাংলা/এজেডএস

ওমর মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর