Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারমিতা কি পারবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৫:৩৯

পাঁচ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান সব হারাতে হবে পারমিতাকে। হাতে সময় মাত্র এক মাস। এই দুঃসময়ে পারমিতার আশা হয়ে দেখা দেয় গহনার কারিগরদের নিয়ে নির্মিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিভি রিয়েলিটি শো ‘হাতের পাঁচ’। প্রতিযোগিতার বিজয়ী পাবে এক কোটি টাকা। গহনা তৈরিতে নৈপুণ্য দেখিয়ে প্রতিযোগিতায় এগিয়েও চলেছে পারমিতা। কিন্তু মুখোশধারী শত্রু রিয়া কিছুতেই তার পিছু ছাড়ছে না। করে যাচ্ছে একের এক চক্রান্ত।

বিজ্ঞাপন

পারমিতা কি পারবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে ‘হাতের পাঁচ’ এর চ্যাম্পিয়ন হতে? পারবে কি এক কোটি টাকা জিততে? এমনই এক কঠিন প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন ১৫০ তম পর্বে পার করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ এর দর্শকেরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য রচনা করছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ লিখছেন কলিন রড্রিক। আশিস রায়ের পরিচালনায় নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ। ধারাবাহিক নাটকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্র অভিনয় করছেন মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, মো: শাহাদাৎ হোসেন, তানভীর সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, মনির আহম্মেদ শাকিল, শিবলী নওমান, তিশা চৌধুরী, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া এবং আরো অনেকে। দেনা পাওনা ধারাবাহিক প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে । এছাড়া দীপ্ত প্লে ও ইউটিউবেও দেখা যাচ্ছে রাত ১০টায়।

সারাবাংলা/এজেডএস

দীপ্ত টিভি দেওনা পাওনা পারমিতা

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর