Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতৃত্ব উপভোগ করছেন রণবীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ২৩:২১

সেপ্টেম্বর মাসে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে এসেছে প্রথম সন্তান। দীপাবলির সময় দম্পতি সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তাদের মেয়ের নাম দোয়া, যার অর্থ প্রার্থনা। বাবা, মা দু’জনের পদবিই ব্যবহার করবে দোয়া। কিন্তু এই সময়ের মধ্যেই বাবা রণবীরের জীবনে বড়সড় পরিবর্তন এনে ফেলেছে মাস দুয়েকের দোয়া।

চলতি বছরের শুরুতেই রণবীর-দীপিকা ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর নাগাদ তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার পরই রণবীর বলেছিলেন, তিনি সন্তানের দেখভালের জন্য কিছু দিন বিরতি নেবেন। পিতৃত্বকালীন ছুটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রণবীর ও দীপিকা অভিনীত ছবি ‘সিংহম অ্যাগেন’। পরবর্তী কাজের জন্য তৈরি হচ্ছেন রণবীর। সম্প্রতি দম্পতিকে দেখা গিয়েছে বিমানবন্দরে। দীপিকার কোলে ছোট্ট দোয়া। ছবিশিকারিরা তাকে ক্যামেরায় ধরতে না পারলেও দীপবীরের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজাকি যোগাযোগমাধ্যমে। এ বার এক অনুষ্ঠানে মেয়েকে নিয়ে নিজের মনের কথা জানালেন রণবীর।

বিজ্ঞাপন

বাবা হিসাবে কেমন লাগছে? এই প্রশ্ন উঠতেই রণবীর নিজের অনুভূতি সম্পর্কে বলেন, “অপার আনন্দ”। বাবা হওয়ার অনুভূতি নিয়ে বলতে গিয়ে অভিনেতা দাবি করেন, আপাতত এই ভাললাগা আর ভালবাসায় ডুবে রয়েছেন। নিজের স্বভাবগত রসিকতায় তিনি ভক্তদের বলেন, “বেশ কয়েকদিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি। তাই এখন তোমাদের সবাইকে ছেড়ে দিতেও প্রস্তুত।”

এই বিশেষ সফরে স্ত্রীর ভূমিকাও তার কাছে প্রশংসনীয়। অভিনেতা দীপিকার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেন, ‘জাদু’। তার মতে, জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে। আর এই বন্ধনটাই তার কাছে জাদুর মতো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

দীপিকা পাড়ুকোন দোয়া পিতৃত্ব রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর