Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘পিনিক’ নিয়ে বুবলী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২২:৪৩

কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চলছে ‘পিনিক’ ছবির শুটিং করছেন বুবলী। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার শুটিংও শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। সিনেমাটি আসছে ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি পাবে। খোঁজ নিয়ে জানা গেছে, এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলীর নায়ক সিয়াম আহমেদ।

বিজ্ঞাপন

বুবলী বলেন, ‘‘জংলি’ গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে কি না অফিসিয়ালি জানানো হয়নি। এরই মধ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। শুটিংও শুরু করেছি। আশা করছি এই সিনেমাটি ঈদে মুক্তি পাবে।’’

সারাবাংলা/এজেডএস

পিনিক বুবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর