Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রচারে আসছে ‘লাল গোলাপ’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৭:১৫

প্রায় ৮ বছর পর আবারও ‘লাল গোলাপ’ হাতে নিয়ে হাজির হচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেওহমান। জনপ্রিয় এ অনুষ্ঠানটির এর মধ্যে দুই পর্বের শুটিংও শেষ করেছেন, যা সম্প্রচার হবে ১ ডিসেম্বর থেকে।

তবে চ্যানেলের বিষয়টি নিশ্চিত করেননি তিনি। এর আগে এই অনুষ্ঠানটি প্রথম দফায় প্রচার হয়েছিল বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে বিটিভিতে। শেষ দফায় প্রচার হয়েছিল ২০১০ সাল থেকে বাংলা ভিশনে।

শফিক রেহমান বলেন, ‘প্রায় আট বছর পর দুটি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে পহেলা ডিসেম্বর থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।’

সমসাময়িক দেশি বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনও একটি নির্দিষ্ট বিষয়ের ওপর প্রতিবেদনও থাকে। প্রাসঙ্গিক বিষয়ে দেখানো হয় বিভিন্ন ঐতিহাসিক সিনেমার অংশবিশেষ। তবে এবারের আয়োজনে সেই ফ্রেম থেকে বেরিয়ে আসবেন কিনা, সে বিষয় স্পষ্ট করেননি শফিক রেহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্র’ মামলায় শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় গ্রেফতার হয়ে ২০১৬ সালে তাকে পাঁচ মাস কারাগারেও থাকতে হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। গত ১৮ আগস্ট দেশে ফেরেন শফিক রেহমান।

সারাবাংলা/এজেডএস

লাল গোলাপ শফিক রেহমান

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর