Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ‘বাজিগর’ শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১৯:৪১

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিখ্যাত ছবি ‘বাজিগর’। ‘বাজ়িগর ও বাজিগর/ তু হ্যায় বড়া জাদুগর’ কিংবা ‘ইয়ে কালি কালি আঁখে…’ আজও নব্বই দশকের নস্টালজিয়া। পোস্টারে দুই বাহুতে দুই নায়িকা শিল্পা শেট্টি, কাজল, মাঝখানে শাহরুখ খান। তখনও তিনি ‘এসআরকে’ নামে খ্যাত নন। কিন্তু এই একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল তার! ছবিতে নায়ক এবং খলনায়ক— দুটোই তিনি। বাকিটা বলেছে বক্স অফিস।

২০২৪ যখন তার ‘পাঠান’ বা ‘জওয়ান’ অবতারে বুঁদ তখন আরও এক বার স্মৃতি উস্কে যদি ১৯৯৩ সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন, কেমন হবে?

বিজ্ঞাপন

‘বাজ়িগর ২’ তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাঁধা পড়বে। আর সেই ঘটনাই নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন জৈন। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন। এবং প্রযোজক-অভিনেতা যে একেবারে রাজি নন, এমনটাও নয়। তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন। আলোচনা হচ্ছে অভিনেতা-প্রযোজকের মধ্যে। ছবিটি যে হবেই, সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের। পাশাপাশি এ-ও জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে কিং খানের উপরে। নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ রাজি হলে তবেই তিনি ‘বাজ়িগর ২’ বানাবেন।

নায়ক যদি না বদলায়, নায়িকারাও কি এক থাকবেন? সাংবাদিকেরা প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে। তিনি এখনই পুরোটা ভাঙতে চাননি। বদলে জানিয়েছেন, আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পরিচালক এই প্রজন্মের কেউ হবেন। বাকিটা শাহরুখের উপরে নির্ভর করছে। ‘বাদশাহ’ খানের হাতে এই মুহূর্তে ক’টি ছবি? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন। মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজ়ে। ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে। আগামী বছরের জানুয়ারিতে তিনি ‘কিং’-এর শুটিং শুরু করবেন। এই ছবিতে নায়িকার ভূমিকায় তাঁর মেয়ে সুহানা খান। যৌথ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বাজিগর শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর