Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা সাজ্জাদের প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্য

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৭:৩৮ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:৪৪

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাহস’ ও ‘কাঠগোলাপ’ নির্মাণ করেছেন সাজ্জাদ খান। তার শুরুটা হয়েছিল স্বল্পদৈর্ঘ্য নির্মাতা হিসেবে। তিনি এবার স্বল্পদৈর্ঘ্য প্রযোজনা করলেন। ছবির নাম ‘মাজনুন’। পরিচালনা করেছেন আকাঈদ রনি।

জানা গেছে, পরিচালনার স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি লিখেছেন আকাঈদ রনি। গল্পটা প্রেমের নয়, প্রেমে পড়ার─এমন ট্যাগ লাইনের ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আব্রাহাম তামিম।

প্রযোজক সাজ্জাদ বলেন, আমরা গতানুগতিক যে ধরনের গল্প বলি এর গল্প সেরকম না। গল্পটি আপনাকে প্রেম, ভালোবাসা নিয়ে নতুন করে ভাবাবে। ছবিটি আমরা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর ইচ্ছে রয়েছে।

‘মাজনুন’-এর চিত্রগ্রহণে ছিলেন সোহেল রানা। সম্পাদনা করেছেন শরিফ চৌধুরী, আবহ সংগীতে ছিলেন জাহিদ হাসান আনন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শাকিল শুভ ও অপূর্ব রাকিব। রুপসজ্জায় ছিলেন আশিক।

স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে মাইক্রো ফিল্মসের ব্যানারে। এতে অভিনয় করেছেন সুজন হাবিব, সামান্তা তুর্জা, কুন্তল বিশ্বাস বুকি, আব্রাহাম তামিম, আয়তুল জান্নাত। মাইক্রো ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘মাজনুন’ মুক্তি দেওয়া হবে।

সারাবাংলা/এজেডএস

মাজনুন সাজ্জাদ খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর