Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহত শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৭

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে ‘বরবাদ’র শুটিং করছেন। রোজার ঈদে মুক্তির লক্ষ নিয়ে বানানো ছবিটির শুটিং চলছে ভারতে। সেখানে আহত হয়েছেন শাকিব।

জানা গেছে শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন এ অভিনেতা। চোখের ঠিক ওপরে এ আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান।

মেহিদী হাসান জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।

‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় টেস্ট করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তাকে প্রয়োজনীয় সব ওষুধপত্র দেওয়া হয়েছে।’

শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

আহত বরবাদ শাকিব খান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর