Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে শর্তে নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৭:১৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৭:২১

ছয় বছরের বেশি সময় ধরে দাম্পত্য জীবন উপভোগ করছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনস। বলিউডের প্রথম সারির অভিনেত্রী ও মার্কিন পপ তারকার বিয়ে নিয়ে ২০১৮ সালে বেশ হইচই হয়। এই মুহূর্তে লস এঞ্জেলসে সংসার পেতেছেন তারা। বর্তমানে মালতী মেরি চোপড়া জোনাসের মা-বাবা তারা।

চলতি মাসে দীপাবলি উপলক্ষ্যে একসঙ্গে অনেকটা সময় উপভোগ করেছেন চোপড়া-জোনস পরিবারের সদস্যেরা। সেই ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারা। তবে বিয়ের আগে আমেরিকার এই তারকা গায়ককে শর্ত দিয়েছিলেন অভিনেত্রী, সেই মর্মে রাজি হতেই বিয়ে হয়েছে যুগলের।

বিজ্ঞাপন

পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে স্বামী-স্ত্রীর। তাই ভৌগোলিক দূরত্ব তাদের মেনে নিতে হয়েছে। প্রথম থেকে এটাই নাকি তাদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়ঙ্কা। বিশ্বের যে কোনও প্রান্তে থাকুন না কেন তারা, মাসের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে।

প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে এক বার অন্তত কটা দিন একসঙ্গে থাকবই। বিশ্বের যে কোনও প্রান্তে থাকি না কেন, ওই কটা দিন থাকতেই হবে একসঙ্গে।”

এত বছর হয়ে গিয়েছে, কখনও বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনও ভারতে, কখনও ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়ঙ্কাকে। যদিও এত ব্যস্ততার মধ্যে ঠিক একটা ভারসাম্য করে নিয়েছেন তারা।

সারাবাংলা/এজেডএস

নিক জোনস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর