Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশন গঠন করলো বাচসাস

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৭:০৪

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নর্বনির্বাচিত কমিটির নিকট এক যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

এসময় বিদায়ী কমিটির সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিতে। আশা করছি, নতুন কমিটি সদস্যদের প্রত্যাশানুযায়ী বাচসাসকে আরও গতিশীল করে তুলবে। আমরা সব সময় নতুন কমিটির পাশে আছি।’

বিজ্ঞাপন

বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘বাচসাস একটি পরিবার। এই পরিবারের ঐক্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনের সদস্যদের মতামত ও পরামর্শ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাব।’

যৌথ সভা শেষে বাচসাস-এর নীতিমালা অনুযায়ী, নর্বনির্বাচিত কমিটি আগামী ২০২৬-২৮ মেয়াদের ৫ সদস্যর নির্বাচন কমিশন গঠন করে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এরফানুল হক নাহিদ। কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আবুল হোসেন মজুমদার, আমিনুল ইসলাম রাজু ও হাফিজুর রহমান সুরুজ।

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর