Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজয় প্রথম, কার্তিক দ্বিতীয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১৮:২২

দীপাবলির রেষ কাটতে না কাটতেই বক্সঅফিসে বিগ বাজেটের দুই সিনেমা। ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’ । একদিকে অজয় দেবগণের পুলিশ টিম তো অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে বিনোদনের রসদ প্রেক্ষাগৃহে। দুটি বিগ বাজেটের ছবি বক্স অফিস একে অপরকে টেক্কা দিচ্ছে।

স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ‘সিংঘম এগেইন’ ছবি ভারতে অগ্রিম টিকিট বুকিং হয়েছিল ১ লক্ষ ৮৭ হাজার ৭৪৭টি টিকিট। অগ্রিম ঘরে তুলেছে প্রায় ৬.৫১ কোটি টাকা। তবে এক্ষেত্রে ধরা হয়নি ব্লক সিটস। তুলনায় অন্যদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির টিকিট বিক্রি হয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৯৫৭ টি। অগ্রিম আয় হয়েছে প্রায় ৭.৪৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

তবে দুই নায়কের ভক্তরা শুক্রবার (১ নভেম্বর) সারাদিন অপেক্ষায় ছিল বক্স অফিসে কে এগিয়ে ছিলেন। বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞ তরুণ আদর্শ তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দুই ছবির আয়ের অংক।

তিনি জানাচ্ছেন, প্রথম দিন শেষে ‘সিংঘম এগেইন’-এর আয় ৪৩.৭০ কোটি এবং ‘ভুল ভুলাইয়া ৩’-এর আয় ৩৬.৬০ কোটি। অর্থাৎ বক্স অফিসে প্রথম স্থান অর্জন করেছেন অজয় দেবগণ, দ্বিতীয় স্থান কার্তিক আরিয়ান।

বিশেষজ্ঞরা বলছেন, দুটো ছবিই বক্স অফিসে ২০০ কোটির ঘর পার করবে।

সারাবাংলা/এজেডএস

ভুল ভুলাইয়া ৩ সিংঘম এগেইন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর