Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাচসাসের নির্বাচনে ২টি পদে ভোট গ্রহণ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৭:০৬

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন চলছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুর ২টা থেকে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশ প্রেস ক্লাব মিলনায়তনে চলা ভোট চলবে রাত ৮টা পর্যন্ত। এবার মাত্র দুটি পদে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিন্দ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন হচ্ছে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে। এবার সভাপতি পদে নির্বাচন করছেন তিন জন─কামরুল হাসান দর্পণ, কাজী ফারুক বাবুল ও অঞ্জন রহমান। আর সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন─আবু সুফিয়ান রতন ও আহমেদ তেপান্তর।

বিনা প্রতিদ্বন্দ্বতীয় নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ শুভ, পান্থ আফজাল, মহিব আল হাসান, শফিউল্লাহ সুমন, শাকিল হোসেন, সাজু আহমেদ, সেলিম কামাল, হাফিজ রহমান ও রুহুল সাখাওয়াত।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান। কমিশনে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

ভোট শুরুর আগে শুক্রবার সকাল ১০টায় বাচসাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি রাজু আলিম। এতে সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

২০২৪-২৫ বাচসাস নির্বাচন