Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে মুক্তির অপেক্ষায় ৩ হিন্দি ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৪৪

নতুন সরকার আসার পর সবাই ভেবেছিল দেশে হিন্দি ছবি প্রদর্শন বন্ধ হয়ে যাবে। তবে এরকম কিছুই ঘটছে। ইতোমধ্যে দুটি হিন্দি ছবি আমদানির অনুমতি পেয়েছে─ ‘স্ত্রী ২’, ‘ভুল ভুলাইয়া ৩’। এছাড়া দক্ষিণ ভারতীয় ছবি ‘পুষ্পা ২’ আমদানির তোড়জোড় চলছে। দেশি ছবি মুক্তির খুব একটা খবর না থাকলেও এ ৩টি হিন্দি ছবি আমদানি ও মুক্তি নিয়ে ব্যস্ত চলচ্চিত্রের পরিবেশকরা।

অভি কথাচিত্রের পরিবেশনায় আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী ২’। আমদানি নীতিতে ভারতের ‘স্ত্রী ২’ ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘প্রহেলিকা’।

বিজ্ঞাপন

এ ছাড়া একই প্রতিষ্ঠানের ব্যানারে ভারতের সঙ্গে একই দিনে ১ নভেম্বর মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাটি। বাংলাদেশের ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে এই সিনেমাটি আসছে। অন্যদিকে অ্যাকশন কাট সিনেমার পরিবেশনায় আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’।

‘স্ত্রী ২’ ও ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমা দুটি নিয়ে অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি গণমাধ্যমকে বলেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই। সিনেমা হল টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়েই বলিউডের সিনেমা আমদানি করতে হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক আন্তরিকতা ছিল। এ ছাড়া সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সিনেমা দুটি এনেছি। কারণ দর্শকদের হলমুখী করতে ভালো মানের সিনেমার বিকল্প নেই।

সারাবাংলা/এজেডএস

পুষ্পা-২ ভুল ভুলাইয়া ৩ স্ত্রী ২ হিন্দি ছবি আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর